নরসিংদীতে গণপরিবহনে হাইওয়ে পুলিশের অভিযান

০২ জুন ২০২০, ০৫:৩২ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩১ এএম


নরসিংদীতে গণপরিবহনে হাইওয়ে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা তদারকি করছে হাইওয়ে পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি মঙ্গলবার (০২ জুন) সকাল থেকে মহাসড়কের ৫৭ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে তদারকি কার্যক্রম পরিচালনা করছে হাইওয়ে পুলিশ।

যাত্রী ও হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যানবাহনগুলো যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চললেও লোকাল যানবাহনগুলোতে তেমন মানা হচ্ছে না বলে অভিযোগ সচেতন যাত্রীদের। এছাড়া সরকারী নির্দেশনা অমান্য করে এক সিটে একাধিক যাত্রী পরিবহনের অভিযোগও রয়েছে চালকদের বিরুদ্ধে। লোকাল পরিবহনগুলোতে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে যাত্রীদের বসানো হচ্ছে। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ। লোকাল কোন যানবাহনে জীবাণুনাশক প্রয়োগ করতে দেখা যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, গণপরিবহনগুলোকে আপাতত স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি সরকারী নির্দেশনা না মেনে গণপরিবহনে যাত্রীবহন করা হয় প্রয়োজনে সরকার নির্দেশিত আইন প্রয়োগ করা হবে।



এই বিভাগের আরও