নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০ জুন ২০২০, ০৬:২১ পিএম | আপডেট: ১৮ মে ২০২৫, ০১:১৪ এএম


নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ জুন) জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক  তাপস কান্তি রায় ও নূরে আলম হোসাইন পৃথক অভিযানে বেলাব থানা ও নরসিংদী মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা শাখা জানায়, সকালে উপ পরিদর্শক তাপস কান্তি রায় বেলাব থানাধীন রহিমেরকান্দি এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জনি মিয়া (৩০), পিতামৃত-আঃ মালেক, সাং-রহিমেরকান্দি, থানা-বেলাব, জেলা-নরসিংদীর দখল হতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

এছাড়া উপ পরিদর্শক নূরে আলম হোসাইন নরসিংদী মডেল থানাধীন ছগরিয়াপাড়া এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফখরুল ইসলাম পল্টন (৫৫), পিতামৃত-আঃ ছাত্তার, সাং-ছগরিয়াপাড়া, থানা ও জেলা-নরসিংদীর দখল হতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জনির বিরুদ্ধে ইতোপূর্বে দুটি মাদক মামলা এবং ফখরুল ইসলাম পল্টনের বিরুদ্ধে ইতোপূর্বে তিনটা মাদক মামলা রয়েছে।