পলাশে ৪৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

৩০ নভেম্বর ২০২০, ১০:৪৭ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ০২:৩৪ এএম


পলাশে ৪৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ
বীজ বিতরণ করছেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক:

রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নরসিংদীর পলাশ উপজেলায় বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের উদ্দ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে ৪৬০ জন কৃষকদের মাঝে এ ধান বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও উপজেলা কৃষি অফিসার আবু নাদির এস এ সিদ্দিকী প্রমুখ।



এই বিভাগের আরও