সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে পলাশে মানববন্ধন

২০ মে ২০২১, ০১:৪৫ পিএম | আপডেট: ০১ মে ২০২৫, ০৩:৫৫ এএম


সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে পলাশে মানববন্ধন

মো: আল-আমিন মিয়া:
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, মিথ্যা মামলার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলায় মানববন্ধন করেছে সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২০ মে) সকালে পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে তার উপর করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনি’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া, সি:সহ-সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক পাঠান, সামাজিক সংগঠন স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেসের সভাপতি মাহমুদুল হাসান হৃদয়, দুরন্ত পলাশের সি: সহ সভাপতি মেজবাহ্ উদ্দিন ভূইয়া, উদ্দীপ্ত তারণ্যের সদস্য মাহফুজ হাসান তানজিল ও কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি জিয়াউর রহমান জয় প্রমুখ।



এই বিভাগের আরও