ভূমিকম্প সহনীয় রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

০৪ জুন ২০২১, ০৭:৪৬ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১৯ এএম


ভূমিকম্প সহনীয় রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

পলাশ প্রতিনিধি:
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো এনামুর রহমান বলেছেন, আগামী ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। ইতোমধ্যে সরকার দেশে সকল সরকারি, বেসরকারি স্থাপনাগুলোকে ভূমিকম্প সহনীয় হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আইন গেজেট আকারে প্রকাশ করেছে। এটি বাস্তায়ন হলে দেশের ভূমিকম্প সহনীয় নিরাপদ ভবন গড়ে উঠবে। শুক্রবার (৪ জুন) বিকেলে নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ জুটমিল পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ভূমিকম্পের আগাম বার্তা পেতে দেশের ৮ টি বিভাগে ৮টি আরলি ওয়ার্নিং সিস্টেম ইন্টিমেটের কাজ শুরু করা হয়েছে। এছাড়া ভূমিকম্পের ক্ষতি রোধে ঢাকাকে ৮টি জোনে ভাগ করে ৩৬ হাজার ভলান্টিয়ার নিয়োগ দেওয়াসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যারা বিল্ডি কোড আইন মানবে না তাদেরকে ভবন করার অনমতি দেওয়া হবে না। এছাড়া দেশে যে সকল পুরাতন বহুতল ভবন বা স্থাপনা রয়েছে সেগুলো নতুন করে বিল্ডি কোড ডিজাইনের আওতায় আনতে জাপানি সংস্থা জাইকার সাথে আলোচনা হয়েছে।

পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বাংলাদেশ জুটমিলের ব্যবস্থাপক আবুল কাসেম মেহাম্মদ হান্নানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।