সরকারের বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগে পলাশে বিএনপির ৫ নেতা আটক

২৯ জানুয়ারি ২০২৩, ০৬:০৩ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৮:২০ এএম


সরকারের বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগে পলাশে বিএনপির ৫ নেতা আটক

পলাশ প্রতিনিধি:
সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক করার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫ বিএনপি নেতাকে আটক করেছে পলাশ থানা পুলিশ। রোববার সকাল ১১ টায় উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন (কালা জাহাঙ্গীর), ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুজ্জামান, ঘোড়াশাল পৌরসভা কৃষকদলের সভাপতি লোকমান হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, রোববার সকালে ভাগদী এলাকায় কতিপয় নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে একত্রিত হয়েছেন এমন গোপনে সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করেছে। আটককৃতদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার পলাতক আসামী।