প্রাথমিক শিক্ষকদের ছুটি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পলাশে মানববন্ধন

০৫ এপ্রিল ২০২৩, ০৮:২২ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৮ এএম


প্রাথমিক শিক্ষকদের ছুটি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পলাশে মানববন্ধন

পলাশ প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে আলম হাসান নামে এক ইউটিউবার কর্তৃক দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নরসিংদীর পলাশে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেল চারটায় উপজেলা শহীদ মিনারে এই মানববন্ধন পালন করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পলাশ উপজেলা শাখা।

 

মানববন্ধনে পলাশ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

 

এ সময় পলাশ উপজেলা শাখার সভাপতি মো: সুলতান উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অরুন কুমার দেবনাথ, মো: রুবেল মিয়া, অঞ্জনা রাণী সিংহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: সাইফুল হক খান, সহ-সম্পাদক মো: রফিকুল ইসলাম প্রমূখ।

 

সম্প্রতি ইউটিউবার আলম হাসান ফেসবুক লাইভে এসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।



এই বিভাগের আরও