পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
২৭ মার্চ ২০২৫, ০২:৫২ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে অটোরিকশা ভাড়া করার জেরে সুমন মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন পলাশ উপজেলার জয়নগর গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে সে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারের পর তাকে পলাশ থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ, গত ১০ মার্চ সোমবার বিকালে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তার সহযোগীরা একটি অটোরিকশা ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে চাইলে চালক যেতে রাজি হননি। পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তার অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে অটোচালক নিয়ে যেতে রাজি হয়। এতে সেখানে থাকা হিমেল ক্ষিপ্ত হয়ে অটোচালক ও মুকুলের সাথে তর্কবিতর্কে জড়ায়। এক পর্যায়ে মুকুলকে দেখে নেয়ার হুমকি দেয় হিমেল ও তার সহযোগীরা।
এই জেরে একইদিন রাত ৮টার দিকে ছুরি, ছেনিসহ দেশিয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যায় একদল সন্ত্রাসী। এসময় মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তার ছেলে সুমন মিয়া। এসময় তাদেরকে মুকুলের লোকজন ভেবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্বজন ও স্থানীয়রা পিতাপুত্রকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পুত্র সুমনকে মৃত ঘোষণা করেন এবং পিতা আলমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসক। পরে নিহতের পরিবার বাদী হয়ে পলাশ থানায় হত্যা মামলা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬