পলাশে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আটক

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১৯ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ০৩:৪১ এএম


পলাশে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আটক

পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশে শাহানাজ আক্তার (২৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী এরশাদুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে পলাশ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এরশাদুল ইসলামকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ সদর উপজেলা থেকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা।


তিনি জানান, আটককৃত এরশাদুল ইসলাম উপজেলার চরকা টেক্সটাইলে শ্রমিকের কাজ করতেন। সেই সুবাদে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফরমান আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। গত ৭ জানুয়ারি (সোমবার) দুপুরে এরশাদুল ইসলামের স্ত্রী (তিন মাসের এক শিশু কন্যার জননী) গৃহবধূ শাহানাজ আক্তার তার স্বামীর কাছে সন্তান ও নিজের জন্য নতুন কাপড় কিনে দেওয়ার কথা বললে পারিবারিক কলহ সৃষ্টি হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে এরশাদুল ইসলাম ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা সারাদিন তাদের কোনো খোঁজ-খবর না পেয়ে রাতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ বন্ধ ঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে।


তিনি আরও জানান, ঘটনার পর থেকে এরশাদুল ইসলাম পালিয়ে থাকে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম নবাবগঞ্জ সদর উপজেলা থেকে তাকে আটক করে। পরে এরশাদুল ইসলাকে রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠালে সে আদালতে ১৬৪ ধারায় হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়।



এই বিভাগের আরও