নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কের বেহাল দশা
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৮ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক
বেহাল দশায় পরিণত হয়েছে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়ক। সড়কজুড়ে বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সড়ক কর্তৃপক্ষ বলছে সড়কটি চারলেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন হলেও জমি অধিগ্রহণ জটিলতায় সড়ক নির্মাণ শুরুতে বিলম্ব হচ্ছে। সড়ক নির্মাণ কাজ শুরুতে বিলম্ব হলে সাময়িকভাবে দ্রুত সড়ক সংস্কারের দাবী এলাকাবাসীর।
সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ইসলামপুর খেয়াঘাট-ঘোড়াশাল সড়কটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। সরকার ঘোষিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ঢাকা-সিলেট মহাসড়কে সংযুক্ত থাকায় সড়ক বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক এটি। প্রতিদিন এলাকাবাসীর যাতায়াতসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের হাজারো মালবাহি গাড়ী চলাচল করে এই সড়কে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী, যাত্রী ও চালকদের।
স্থানীয়রা জানান, পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে সড়কটি চার লেনে উন্নীত করণপ্রকল্প গত বছর একনেকে অনুমোদন হলেও শুরু হয়নি সড়কের নির্মাণ কাজ। নতুন সড়ক নির্মাণের আশায় এখন আর সংস্কারও হচ্ছে না সড়কটি। এতে কোথাও কোথাও দেবে গিয়ে পাশের খাদে ভেঙ্গে পড়েছে সড়কের অংশ। ফলে দুর্ভোগের চূড়ান্ত সীমায় পৌঁছেছে সড়কটি। জরুরি পণ্য পরিবহনসহ অসুস্থ হলে রোগীদের হাসপাতালে নেয়াও সম্ভব হচ্ছে না এ সড়কে। দীর্ঘদিনের জনদূর্ভোগ লাগবে দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণকাজ শুরু করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ নরসিংদী বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, চলাচলের উপযোগী রাখতে নিয়মিত সড়ক সংস্কার করা হয়ে থাকে। এ সড়কটি যেহেতু চারলেন হচ্ছে সেক্ষেত্রে এই মুহুর্তে খুব বেশি ব্যয় করে সড়ক সংস্কার সম্ভব হচ্ছে না। স্থায়ীভাবে সমস্যা সমাধানে আরও সময় প্রয়োজন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলেই চারলেন সড়ক নির্মাণের কাজ শুরু হবে।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ৯৩৭ কোটি টাকা ব্যয়ে এ সড়কটি চারলেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন হলেও জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ভূমি মন্ত্রণালয়ের কার্যবিবরণীর অপেক্ষায় কাজ শুরু করাতে বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত চলমান এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা