উপজেলা পরিষদ নির্বাচন: পলাশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

০১ মার্চ ২০১৯, ০৪:৫০ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১১:২৫ পিএম


উপজেলা পরিষদ নির্বাচন: পলাশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক


পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।


৩য় ধাপে আগামী ২৪ মার্চ পলাশ উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ভোটগ্রহণের তারিখ ধার্য্য করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে পলাশ উপজেলায় তিনটি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হওয়ার পথে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও পলাশ উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন। একইভাবে ভাইস চেয়ারম্যান পদে পলাশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার।

রিটার্নিং কর্মকর্তা জানান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদের বিপরীতে আর কোন মনোনয়ন পত্র জমা পড়েনি। নির্বাচনী বিধি অনুসারে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হতে যাচ্ছেন তারা।
সহকারী রিটার্নিং অফিসার ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, নির্বাচন বিধি মোতাবেক একজন করে প্রার্থী থাকলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন। এ কারণে এই উপজেলায় আর নির্বাচন অনুষ্ঠিত হবে না। ভোটের দিন আনুষ্ঠানিকভাবে এই তিন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সাবেক সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফের দিক নির্দেশনায় গত ৫ বছরে পলাশ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে পরিনত করে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করেছি। যার কারণে আমার বিপরীতে কেউ প্রার্থী হতে ইচ্ছা পোষণ করেনি। সেদিক দিয়ে আমি অত্যন্ত ভাগ্যবান যে, আগামী ৫ বছরও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করতে পারব। অতীতের মত ভবিষ্যতেও আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করে যাবো।