পলাশে এক সপ্তাহ ধরে ডিস ব্যবসায়ী নিখোঁজ

০৭ নভেম্বর ২০১৯, ০৬:৫৯ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৭ এএম


পলাশে এক সপ্তাহ ধরে ডিস ব্যবসায়ী নিখোঁজ

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ডিস ব্যবসায়ী মোঃ হারুন-অর রশিদ (৪০) গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। হারুন ঘোড়াশাল পৌরসভার আটিয়া ঘাগড়া গ্রামের মৃত নূরুল আমিনের ছেলে।

এ ঘটনায় হারুনের স্ত্রী রাবেয়া বেগম গত ৩ নভেম্বর পলাশ থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার ডায়েরি নং- ১০৮।


হারুনের স্ত্রী ডায়েরিতে উল্লেখ করেন,স্বামী হারুন দীর্ঘদিন যাবত এলাকায় ডিস লাইনের ব্যবসা করে আসছিলেন। ১ নভেম্বর সন্ধ্যায় ঘোড়াশাল বাজারে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। ডায়েরিতে আরো উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার পর থেকে হারুনের ব্যবহৃত মোবাইল ফোন যার নাম্বার ০১৯১০০৮৭৪৮৬টি বন্ধ রয়েছে।



এই বিভাগের আরও