বেলাবতে স্কুলছাত্র অনয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
২১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে আলোচিত স্কুলছাত্র অনয় চন্দ্র মোদক (১৩) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বেলাব বাজারের প্রবেশদ্বারের সড়কে এ মানববন্ধন করা হয়।
এতে বেলাব পাইলট সরকারী মর্ডান উচ্চ বিদ্যালয় ও বেলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিচারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে।
গত ১৯ জানুয়ারী রোববার বিকালে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদীকান্দা এলাকা পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অনয়ের লাশ উদ্ধার করা হয়। একইদিন মুক্তিপণের টাকা নেয়া বিকাশ নাম্বারের সূত্র ধরে বরিশালের ভোলা জেলার লালমোহন থানার চরলক্ষী সিকদার বাড়িতে অভিযান চালিয়ে সুমন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে বেলাব থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সুমনের বিকাশ নাম্বারে স্কুলছাত্র অনয় নিখোঁজের পর মুক্তিপণ দিয়েছিল অনয়ের স্বজনরা।
এর আগে ১৪ জানুয়ারি সন্ধ্যায় বেলাব মাটিয়াল পাঁড়ার গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে অনয় চন্দ্র মোদক শিক্ষা উপকরণ কেনার জন্য বেলাব বাজার যায়। পরে রাত ৮টার দিকে বেলাব উপজেলা রোডস্থ একটি রেস্টুরেন্ট হতে নাস্তা করে বের হবার পর নিখোঁজ হয়। পরে একটি অপরিচিত নাম্বার থেকে অনয়ের পরিবারে ফোন করে জানানো হয় অনয়কে অপহরণ করা হয়েছে। বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দেয়ার জন্য দেয়া হয় ভোলার লালমোহন থেকে গ্রেফতারকৃত মোশারফ হোসেনের ছেলে সুমনের মোবাইল নাম্বার। অনয়ের স্বজনরা অপহরণকারীদের দেয়া মোবাইল নাম্বারে মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করে। কিন্তু অপহরণের ৫ দিন পর গত রোববার বিকালে অনয়ের লাশ ভেসে উঠে বেলাব উপজেলার উপর দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত সেনসেটিভ। পুলিশ সুপারের নেতৃত্বে এ ঘটনার সার্বিক তদন্ত অব্যাহত আছে। তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে, দ্রুতই তদন্ত শেষ করে হত্যার রহস্য উম্মোচন করতে পারবো বলে আশা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন, ভেঙে পড়ার আশঙ্কা
- ঘোড়াশালে বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- বেলাবোতে নিখোঁজের পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- বেলাবতে স্কুলছাত্র অনয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- তামাক সেবন বন্ধে করারোপ অন্যতম কার্যকর পদ্ধতি তবে একমাত্র পদ্ধতি নয়
- নরসিংদীতে ট্রেনে কাটাপরে একজন নিহত
- মনোহরদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- শহীদ আসাদের আত্মত্যাগেই আজকের বাংলাদেশ :খায়রুল কবির খোকন
- হাসনাবাদ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত
- জনগণ নয়, ভারতের সম্পর্ক ছিল একটি দলের সাথে: খায়রুল কবির খোকন
- সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন, ভেঙে পড়ার আশঙ্কা
- ঘোড়াশালে বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- বেলাবোতে নিখোঁজের পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- বেলাবতে স্কুলছাত্র অনয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- তামাক সেবন বন্ধে করারোপ অন্যতম কার্যকর পদ্ধতি তবে একমাত্র পদ্ধতি নয়
- নরসিংদীতে ট্রেনে কাটাপরে একজন নিহত
- মনোহরদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- শহীদ আসাদের আত্মত্যাগেই আজকের বাংলাদেশ :খায়রুল কবির খোকন
- হাসনাবাদ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত
- জনগণ নয়, ভারতের সম্পর্ক ছিল একটি দলের সাথে: খায়রুল কবির খোকন