নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত

২৪ অক্টোবর ২০২০, ০৯:১৫ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০২:৩০ পিএম


নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বড়ইতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক (বাবা) মিজানুর রহমান। নিহতরা হলেন, ঝিনাইদহের কুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী নাজমা আক্তার (৪০) ও তার ছেলে সিয়াম হোসেন (০৩)। শনিবার (২৪ অক্টোবর) সন্ধায় মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলায় এ দূর্ঘটনা ঘটে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, পেশায় বিআরটিসির বাস চালক ঝিনাইদহের বাসিন্দা মিজানুর রহমান তার শ্বশুরবাড়ি লক্ষীপুরের রামগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের ভৈরবে তার কর্মস্থলের উদ্যেশ্যে যাচ্ছিল। এসময় মহাসড়কের বড়ইতলা পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী ট্রাক আরেকটি গাড়ীকে ওভারটেক করার সময় তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা আক্তার ও তার ছেলে সিয়ামের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।



এই বিভাগের আরও