শিবপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২২ নভেম্বর ২০২০, ০৯:৪৮ পিএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পিএম


শিবপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোমেন খান:

নরসিংদীর শিবপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, শিবপুর উপজেলার শিবপুর বাজার, কলেজ গেইট বাজার এবং বাসস্ট্যান্ড বাজারসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে কয়েকজনকে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেয়া হয়।

এছাড়াও বর্তমান করনো পরিস্থিতি মোকাবেলায় সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা ও সরকার ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ জনগণকে সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর মডেল থানার একটি টিম সাথে সহযোগিতা করেন। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান থাকবে।



এই বিভাগের আরও