শিবপুর থানা পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

২৯ এপ্রিল ২০২১, ১০:১৬ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৩:৫৭ এএম


শিবপুর থানা পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

এস এম আরিফুল হাসান:

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম কর্মসূচী পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশের উদ্যোগে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন মিয়ার নেতৃত্বে, উপজেলার শিবপুর বাসস্ট্যান্ড, শিবপুর বাজার, কলেজ গেইটসহ বিভিন্ন স্থানে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সকলকে দুটি মাস্ক ব্যবহার করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য আহবান জানানো হয়। শিবপুর মডের থানা পুলিশের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি সালাহ উদ্দিন মিয়া।



এই বিভাগের আরও