শিবপুরে নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

২৮ জুন ২০২১, ০৯:০৭ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ এএম


শিবপুরে  নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে নির্মাণাধীন একতলা বাড়ির ছাদ থেকে পড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) দুপুরে পুটিয়া ইউনিয়নের কুমরাদি গ্রামের পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শিশুটি ওই বাড়ির ছাদে আরও তিন সমবয়সী শিশুর সঙ্গে খেলতে গিয়েছিল।

নিহত ওই শিশুর নাম মোহন মিয়া (৫)। সে শিবপুরের পুটিয়ার কুমরাদি গ্রামের পূর্বপাড়া এলাকার মোমেন মিয়ার ছেলে। নিহত শিশুটি মোমেন মিয়া ও মুর্শিদা বেগম দম্পতির একমাত্র ছেলে সন্তান।

নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জানান, কুমরাদী গ্রামের পূর্বপাড়ায় তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি বসবাসের জন্য ভবন নির্মাণ করছেন। ভবনটির একতলার ছাদ দেওয়া পর্যন্ত কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে মোহনসহ চার শিশু ওই ছাদে খেলতে যায়। একপর্যায়ে মোহন একতলা ছাদ থেকে পড়ে যায়। এর পরই অন্য শিশুরা দৌড়ে তার বাড়িতে গিয়ে খবর জানালে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।



এই বিভাগের আরও