শিবপুরে অটোরিকশা চালকদের মধ্যে খাবার বিতরণ

১১ জুলাই ২০২১, ০৬:১০ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৩:৩৮ এএম


শিবপুরে অটোরিকশা চালকদের মধ্যে খাবার বিতরণ

এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে ঘরে খাবার না থাকায় সড়কে উঠছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। কিন্তু করোনায় লকডাউনের কারণে যন্ত্রচালিত যানচলাচল নিষেধ রয়েছে। এমতাবস্থায় যারা রাস্তায় অটোরিকশা নিয়ে বের হয়ে আসেন তাদের সকলকেই এক সপ্তাহের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে অর্ধশতাধিক চালকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান জানান, করোনায় লকডাউনের কারণে যন্ত্রচালিত যানচলাচল নিষেধ রয়েছে। কিন্তু ঘরে খাদ্য সামগ্রী না থাকায় অটো ও সিএনজি চালকরা গাড়ী নিয়ে রাস্তায় বের হচ্ছেন। ফলে লকডাউন বাস্তবায়ন করতে চালকদের মাঝে ৭দিনের খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে বাড়ীতে পাঠিয়েছি। যাতে তারা খাদ্যের জন্য কষ্ট না করেন এবং এক সপ্তাহ বাড়ী থেকে না বের হয়।



এই বিভাগের আরও