শিবপুরে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম


শিবপুরে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোমেন খান:
নরসিংদীর শিবপুরে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) প্রদানের লক্ষ্যে প্রোফাইল ও ডাটাবেইজ প্রণয়ন বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: হারুনুর রশীদ খান এবং দ্বিতীয় ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজ উদ্দিন, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমূখ। এসময় প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।