শিবপুরে প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১৬ ডিসেম্বর ২০২১, ০৪:৪৭ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম


শিবপুরে প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান ভুলু প্রমুখ।