শিবপুরে অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশনের মানববন্ধন

৩০ ডিসেম্বর ২০২১, ০৪:২৫ পিএম | আপডেট: ১০ মে ২০২৫, ১১:১১ পিএম


শিবপুরে অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশনের মানববন্ধন

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায় নারী শ্রমিকের অধিকার নিশ্চিত করার লক্ষে ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) এর আয়োজনে শিবপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশনের চেয়ারম্যান লিলি জাহান, বমসার শিবপুর উপজেলা শাখার ফিল্ড ফ্যাসিলেটর রুবি বেগম, লিপি বেগমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


বকেয়া বেতন ভাতা পরিশোধ করে শ্রমিকদের দেশে পাঠানো, বিদেশে জেল হাজতে থাকা অভিবাসীদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা, বাংলাদেশী অভিবাসী শ্রমিক নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের সৌদি প্রবাসী লোকমান মিয়ার লাশ অবিলম্বে দেশে পাঠানো এবং ক্ষতিপূরণ প্রদানের দাবীতে এই মানববন্ধন করা হয়।