শিবপুরে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

০৮ মে ২০২২, ০৭:৫৪ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম


শিবপুরে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের গাঙপাড় এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস চাপায় সামিউন বাসির নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউন বাসির (১৬) একই উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও একটি কারখানার নিরাপত্তা প্রহরী রুহুল আমিনের ছেলে।


ইটাখোলা হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর আড়াইটার দিকে সামিউন বাসির মোটরসাইকেল যোগে কুন্দারপাড়া যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সিএন্ডবি বাজার গাঙপাড় এলাকায় পৌছলে সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সামিউনের মৃত্যু ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ লাশ উদ্বার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা যায়নি।



এই বিভাগের আরও