শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

২৭ মে ২০২২, ০৪:৫০ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১২:১৭ এএম


শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

শেখ মানিক:

চাকুরি জাতীয়করণ, বেতন কোড পরিবর্তন ও পে-স্কেলের দাবিতে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদীর শিবপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে দশটায় শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাখিল পৌর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন শিবপুর উপজেলা শাখার সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার আলতাফ হোসেন, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন, নরসিংদী জেলা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের চেয়ারম্যান আল-আমীন খান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইমরান খান, ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রাসেল মিয়া।

সভায় দাবি আদায়ে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী ইউনিয়ন শিবপুর উপজেলা শাখার শরিফুল ইসলাম কে সভাপতি ও শাহাদাৎ হোসেন কে সাধারণ সম্পাদক এবং চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন আমজাদ হোসেন প্রধান জাকির কে সভাপতি ও  মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।



এই বিভাগের আরও