পুটিয়ার হাট থেকে ৯০ টি বন্যপাখি উদ্ধার

১৮ জুন ২০২২, ০৬:২২ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পিএম


পুটিয়ার হাট থেকে ৯০ টি বন্যপাখি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরের পুটিয়া হাটে বিক্রির সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অভিযানে ৯০ টি বন্য পাখি উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাখি বিক্রেতা পালিয়ে গেলেও ৩০ টি শালিক, ২০ টি ঘুঘু, ১০ টি টিয়া, ২৮ টি মুনিয়া, ২ টি মাছরাঙা পাখি উদ্ধার করা হয়। 

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, উদ্ধারের পর মোট ৯০ টি বন্য পাখির মধ্যে ৭৬ টি পাখি প্রকৃতিতে অবমুক্ত করেছি। বাকি ২৪ টি পাখি বাচ্চা বিধায় আমরা তা পালনের জন্য রেখেছি। প্রকৃতিতে উড়তে পারার সক্ষম হওয়ার পর এগুলোও অবমুক্ত করা হবে।