হামলায় আহত কৃষি ব্যাংক কর্মকর্তাকে দেখতে হাসপাতালে ব্যাংকের চেয়ারম্যান

১৩ মার্চ ২০২৪, ০৯:৪৬ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পিএম


হামলায় আহত কৃষি ব্যাংক কর্মকর্তাকে দেখতে হাসপাতালে ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরের পুটিয়ায় খেলাপি গ্রাহক কর্তৃক হামলায় আহত কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে গেছেন ব্যাংকটির চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানসহ জেলা প্রশাসক ড. বদিউল আলম ও ব্যাংকের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা। বুধবার (১৩ মার্চ) সকালে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই ব্যাংক কর্মকর্তাকে দেখতে আসেন তারা।  

এসময় কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খাঁন, ঢাকা বিভাগের জিএম আশরাফুজ্জামান খান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

ব্যাংকের করা ঋণখেলাপির মামলায় দুদিন জেল খাটায় ক্ষুব্ধ হয়ে গত ১০ মার্চ সুমন সরকার নামের এক গ্রাহক হামলা করেন কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক গাজী মো. যোবায়ের ও মাঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলামের ওপর।উপজেলার পুটিয়া বাজার এলাকায় গেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। দুজনই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত মাঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ হামলার ঘটনায় গত ১০ মার্চ কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক গাজী মো. যোবায়ের বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করেন। মামলার আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে আহত ব্যাংক কর্মকর্তা মো. জহিরুল ইসলামকে দেখতে আসায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং কৃষি ব্যাংক পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

 

বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খাঁন, ঢাকা বিভাগের জিএম আশরাফুজ্জামান খান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মুন্সেফেরচর শাখাও পরিদর্শন করেন।

 



এই বিভাগের আরও