নরসিংদীর শিবপুরে কলা বাগান থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

১২ জানুয়ারি ২০১৯, ০৮:২৫ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০২:১৬ এএম


নরসিংদীর শিবপুরে কলা বাগান থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শিবপুর উপজেলার উপজেলার দক্ষিণ কারারচরে একটি কলা বাগান থেকে ওই অজ্ঞাত নারীর (৩৫) মৃতদেহটি উদ্ধার করে শিবপুর থানা পুলিশ।

শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক শামীনুল আলম জানান, শনিবার সকালে শিবপুরের হারামাইন মিলগেইটের পিবরীতে রাস্তার পাশের একটি কলা বাগানে অজ্ঞাত নারীর মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকা- সংগঠিত হতে পারে। নারীর মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে, তবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।



এই বিভাগের আরও