শিবপুরে অতি দরিদ্রদের জন্য নির্মাণ হচ্ছে ৮৮টি ঘর

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২১ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ০৮:৫৯ পিএম


শিবপুরে অতি দরিদ্রদের জন্য নির্মাণ হচ্ছে ৮৮টি ঘর

শেখ মানিক:

যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ- প্রকল্পের আওতায় নরসিংদীর শিবপুরে অতি দরিদ্রদের জন্য ৮৮টি ঘর নির্মাণ কাজ এগিয়ে চলছে। ২১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার চৌঘরিয়া গ্রামে এ প্রকল্পের নির্মাণাধীন একটি ঘর পরিদর্শন করের নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বাড়ীটি পরিদর্শনকালে সন্তুষ্টি প্রকাশ করেন জেলা প্রশাসক।

নিজের একখন্ড জমির ওপর সম্পূর্ণ সরকারি উদ্যোগে এসব ঘর তৈরি করে দেয়া হচ্ছে বলে জানিয়েছে শিবপুর উপজেলা প্রশাসন।

নতুন ঘর পেয়ে দারুণ খুশি উপজেলার চৌঘরিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী জামিলা খাতুন। কোন প্রকার ঘুষ ছাড়াই নতুন বাড়ী পেয়ে চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে তার।

জামিলা খাতুনের শারীরিক প্রতিবন্ধীতার কথা বিবেচনা করে তার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থাও করে দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ২০১৮-২০১৯ অর্থবছরে ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপখাতের আওতায় শিবপুরে ৮৮ টি ঘর বরাদ্দ প্রদান করা হয়।

এ প্রকল্পে গৃহনির্মাণের জন্য অনুদান পাওয়ার যোগ্য সুবিধাভোগী যাচাই-বাছাইয়ের মাধ্যমে ‘যার জমি আছে ঘর নাই, এমন পরিবার নির্বাচন করা হয়েছে। সর্বমোট ৮৮টি ঘরের মধ্যে ইতোমধ্যে ৮২টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কাজ চলমান রয়েছে। প্রতিটি ঘর নির্মাণের সময় ডিজাইন এবং প্রাক্কলনকে সমুন্নত রেখে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। ১৭৫ বর্গফুট সিআইসিট বিশিষ্ট ঘর নির্মাণ করা হয়েছে, এতে রয়েছে আলাদা টয়লেট ব্যবস্থা।

এ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া প্রমুখ।



এই বিভাগের আরও