শিবপুরে প্রতারণার অভিযোগে কথিত জ্বিনের বাদশাসহ গ্রেপ্তার ২

০৬ নভেম্বর ২০১৯, ১২:১৭ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১২:২৮ এএম


শিবপুরে প্রতারণার অভিযোগে কথিত জ্বিনের বাদশাসহ গ্রেপ্তার ২

শেখ মানিক:

নরসিংদীর শিবপুরে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে কথিত জ্বিনের বাদশা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল  থানা পুলিশ।  মঙ্গলবার(৫নভেম্বর)সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো-শিবপুর পৌরসভার বালিয়াহানি মহল্লার মৃত মোসলেহ উদ্দিনের ছেলে কথিত জ্বিনের বাদশা রোমান মোল্লা(৩৪)ও মৃত আজিম উদ্দিনের ছেলে বজলু মোল্লা(৩৬)।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর জ্বিনের বাদশা পরিচয় দিয়ে রোমান মোল্লা তার সৎ ভাইয়ের কাছ থেকে চাকুরি এবং পরিবারের উন্নতির জন্য ১৫ হাজার টাকা নেন। বিনিময়ে তার দেয়া ঔষধ ও তাবিজে কোন প্রকার কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে সোমবার (৪ নভেম্বর) রাতে উল্টো তাকে আটক করে নির্যাতন করা হয়। এ ঘটনায় মাকসুদ আলম মোল্লা হেলাল বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলা নং-০৩ তারিখ: ০৫/১১/২০১৯ইং। পরে পুলিশ ওই প্রতারক কথিত জ্বিনের বাদশাকে গ্রেপ্তার করে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।



এই বিভাগের আরও