শিবপুরে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

২১ নভেম্বর ২০১৯, ০৫:১৫ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৭:১৫ পিএম


শিবপুরে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। (বৃহস্পতিবার) ২১ নভেম্বর  সকালে উপজেলা মিলনায়তনে কেয়ারটেকার প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের উপস্থিতিতে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর।


ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নরসিংদী জেলার উপ-পরিচালক মহিউদ্দিনের সভাপতিত্বে ও শিবপুর উপজেলার ইফার সুপারভাইজার মোমতাজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার ইফার প্রশিক্ষক মাও. মোহসনি আলম ও সকল ইউনিয়নের প্রধানশিক্ষকগণ।


সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর বলেন, সামাজিক সমস্যা মাদক নির্মূল, বাল্য বিবাহ নিরোধ ও গুজব প্রতিরোধে মসজিদের ঈমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।তাছাড়া বিভিন্ন গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মসজিদে আলোচনা করা জন্য আহ্ববান রাখেন।



এই বিভাগের আরও