শিবপুরে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

০৫ জানুয়ারি ২০২০, ১১:১৭ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০২:১১ এএম


শিবপুরে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 শেখ মানিক:

নরসিংদীর শিবপুরে শতদল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে শীতার্তদের মাঝে এই  কম্বল বিতরণ করা হয়।

 শতদল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোক্তার হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাপসী রাবেয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ও শতদল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. মুঞ্জুর হোসেন ফকির।

এসময় আরো উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোলায়মান, মামুন মিয়া, সাংবাদিক শেখ মানিকসহ শতদল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।



এই বিভাগের আরও