শিবপুরে নানা অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী বরখাস্ত

২৮ জানুয়ারি ২০২০, ০৮:১৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম


শিবপুরে নানা অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী বরখাস্ত

শেখ মানিক:

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ৯ নং মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মো: আব্দুর রশিদ মিয়াকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক গত ০১ জানুয়ারী রশিদকে চাকুরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেন। তার বরখাস্তের খবরে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা যায়, একই উপজেলার মানিকদী গাবতলা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মো: আব্দুর রশিদ মিয়া চাকুরিতে যোগদানের পর থেকেই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ, ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে বেয়াদবি, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে কাজ করানো, বিদ্যালয়ের দায়িত্ব সঠিক ভাবে পালন না করা, হাজিরা খাতায় অগ্রীম স্বাক্ষর করা, চুক্তিনামা নবায়ন না করা, বিদ্যালয়ের ভাবমুর্তি ক্ষুন্ন করা এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকাসহ বিস্তর অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

এসব কারণে তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউছুফজী তাকে ২টি কারণ দর্শনোর নোটিশ প্রদান করলেও সে তার জবাব দেয়নি। পরবর্তিতে আব্দুর রশিদের অভিযোগের প্রেক্ষিতে গত ২৭/০৭/২০১৯ খ্রি: তারিখে বিদ্যালয়ে গিয়ে উপজেলা শিক্ষা অফিসার তদন্ত করেন।

এ দিন দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মজিবুর রহমান, ইউপি সদস্য আনোয়ারুল হক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তদন্ত অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা শিক্ষা অফিসার সোহরাব হোসন ভূঞার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সে দোষী প্রমানিত হওয়ায় নরসিংদী জেলা শিক্ষা অফিসার রশিদকে স্থায়ীভাবে বরখাস্ত করার নির্দেশ দেন। সেই নির্দেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদকে স্থায়ীভাবে বরখাস্ত করেন।



এই বিভাগের আরও