শিবপুরে মুরগী খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩২ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১২:২৮ এএম


শিবপুরে মুরগী খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে এক মুরগী খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন’র নির্দেশে শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা এ অভিযান পরিচালনা করেন।

পশু রোগ আইন ২০০৫ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অনুমোদনবিহীনভাবে হাঁস-মুরগীর খামার স্থাপন ও মুরগীর বিষ্ঠা যথাযথভাবে নিষ্কাশন না করার অপরাধে “ফাহিম তামিম পোল্ট্রি ফার্ম” এর মালিক আব্দুর রহিম খন্দকারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন দিয়ে সহায়তা করেন শিবপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন সজল কুমার দাস।



এই বিভাগের আরও