শিবপুরে মুক্তিযোদ্ধা ফটিক মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৫ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১২:২৭ পিএম


শিবপুরে মুক্তিযোদ্ধা ফটিক মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেখ মানিক:

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, যুদ্ধকালীন থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: ফজলুর রহমান ফটিক মাস্টার শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ধানুয়াস্থ শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক ভ‚ইয়া মোহন, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, খায়রুল কবির খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আবদুর রউফ সরদার, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোতালিব পাঠান, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, সৈয়দ সিরাজ উদ্দিন, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুস ছাদেক, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভ‚ইয়া রাখিল, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভ‚ঞা প্রমুখ। বক্তব্য শেষে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর, সহকারি পুলিশ সুপার মেজবাহ উদ্দিন ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্থানীয় সংসদ সদস্য মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসক এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর, পুলিশ সুপারের পক্ষে সহকারি পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা, ভালবাসা ও চোখের জলে শেষ বিদায় জানান।

মরহুমের নিজ বাড়ী উপজেলার বাঘাব ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন।