শিবপুরে শালিসে ইউপি চেয়ারম্যানের সামনেই কিশোরকে কুপিয়ে আহত
১২ মার্চ ২০২০, ১১:৫৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরের পুটিয়াতে ইউপি চেয়ারম্যানের সামনেই সিয়াম (১৪) নামের এক কিশোরকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে আহত কিশোরের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করেছেন। এর আগে গত বুধবার দুপুরে পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি গ্রামে স্থানীয়ভাবে আয়োজিত একটি শালিস-বিচার চলার সময় এই ঘটনা ঘটে।
সিয়াম শিবপুরের হাজী শমশের আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলায় ৫ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। তারা হলেন, ভরতেরকান্দি গ্রামের তাহের আলীর ছেলে তানভীর (২১), মকবুল হোসেনের ছেলে রাজা মিয়া (২০), সুরুজ মিয়ার ছেলে হাবিব মিয়া (২৩), মৃত তমিজ উদ্দিনের ছেলে শরীফ (৩৮) ও তাইজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৮)।
পুলিশ ও আহত কিশোরের পরিবারের লোকজন জানান, গত ১৫ ফেব্রুয়ারিতে স্থানীয় এক মাদ্রাসায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে আসামীদের সাথে সিয়ামের কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। ওই বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংশার জন্য বুধবার দুপুরে ভরতেরকান্দি গ্রামের পেত্নির বাজার সংলগ্ন একটি বাড়িতে শালিস-দরবার বসানো হয়। ওই দরবারে নেতৃত্ব দেন পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদ।
মামলার এজাহার বলছে, ওই শালিস শেষ হওয়া মাত্র পূর্ব পরিকল্পনা অনুষারে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে সিয়ামের ওপর হামলা করে। এ সময় এলোপাতারি মারধর করে সিয়ামের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেওয়া হয়। এতে তার ডানপাশের কানে ও পিঠে রক্তাক্ত জখম করা হয়। এসময় সিয়ামকে বাঁচাতে গেলে তার বোন তানিয়াকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়।
মামলার বাদী ও আহত কিশোরের বাবা আলতাফ হোসেন জানান, হামলা চলাকালীন সময় আমার কাছে থাকা চাউল বিক্রির আড়াই লাখ টাকা নিয়ে গেছে হামলাকারীরা। পরে ওই শালিস দরবারে উপস্থিত থাকা লোকজন এগিয়ে এসে সিয়ামকে হামলাকারীদের হাত থেকে বাঁচান। আমি এই ঘটনার বিচার চাই।
পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদ জানান, আমার সামনেই সিয়ামের ওপর এই হামলার ঘটনা ঘটেছে। আসামীরা সবাই স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। এই ঘটনার প্রকৃত বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
জানতে চাইলে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এই ঘটনায় মামলা হওয়ার পর শরীফ নামের এক আসামী গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা