শিবপুরে দুই ভাইয়ের উদ্যোগে ১৪শত পরিবারকে খাদ্য সহায়তা

০৪ এপ্রিল ২০২০, ০৮:২০ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম


শিবপুরে দুই ভাইয়ের উদ্যোগে ১৪শত পরিবারকে খাদ্য সহায়তা

শেখ মানিক:

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নিদের্শনা ও স্বাস্থ্যবিধি মেনে বেকার হয়ে পড়া শিবপুরের সাধারচরের ১৪ শত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন দুই ভাই।

নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুল হক টিপু ও তাঁর ভাই স্থানীয় আওয়ামীলীগ নেতা জায়দুল হক দিপু এ সহায়তা প্রদান করেন।

তাঁদের ব্যক্তিগত উদ্যোগে শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের ঘরবন্দী পরিবারের মাঝে শনিবার (৪ এপ্রিল) বাড়ী বাড়ী গিয়ে প্রতি পরিবারে চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়।

এর আগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মিরাজসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।