শিবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে মোবাইল কোর্ট

০১ মে ২০২০, ০৪:২৩ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০২:৩০ পিএম


   শিবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে মোবাইল কোর্ট

এস. এম আরিফুল হাসান:
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসেবে নরসিংদীর শিবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: হুমায়ুন কবীর। তিনি শুক্রবার (১ মে) উপজেলার বিভিন্ন জনাকীর্ণ ও জনসমাগম হয় এমন স্থানসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন।


এসময় তিনি ঘরের বাইরে অপ্রয়োজনে যারা ঘুরাফেরা করছে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, যেসব দোকান পাট বন্ধ রাখার নির্দেশ রয়েছে তারা বাস্তবে তা মানছে কি না, বাজারের দাম ঠিক রাখাসহ নানাবিধ বিষয়ে তদারকি করেন ও সেখানে আইনানুগ দিকটি বাস্তবায়নের জন্যে মনিটরিং করা হয়। তাছাড়া সামাজিক দূরত্ব না মানায় ও করোনা সংক্রামক ব্যাধি বিস্তারে অবহেলাজনিত কারণে বাংলাদেশ দন্ডবিধি ১৮৮ ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।


ইউএনও মো: হুমায়ুন কবীর বলেন, করোনা মোকাবিলায় নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্যার এঁর সদয় নির্দেশনা মোতাবেক মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং সামজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সচেতন করছি।



এই বিভাগের আরও