শিবপুরে মোবাইল কোর্টে ২২ মামলা ও অর্থদণ্ড

০৫ মে ২০২০, ০৪:২৮ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০২:২৯ পিএম


শিবপুরে মোবাইল কোর্টে ২২ মামলা ও অর্থদণ্ড

এস. এম আরিফুল হাসান:
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসেবে নরসিংদীর শিবপুরে সামাজিক দূরত্ব না মানায় মোবাইল কোর্টের অভিযানে ২২টি মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।


অভিযানকালে নরসিংদী জেলা পুলিশের সহায়তায় শিবপুর কলেজ গেইট, সদর রোড, সাহাবুদ্দি বাজার, দুলালপুর বাজার, গড়বাড়ি বাজারসহ বিভিন্ন জনাকীর্ণ ও জনসমাগম হয় এমন জায়গাসমূহ পরিদর্শন করা হয় ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন বেশি দামে বিক্রি করতে না পারে সেজন্যও বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সামাজিক দূরত্ব না মানায় ও সংক্রামক ব্যাধি বিস্তার করার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৮, ২৬৯ ও ২৭০ ধারায় ২২ টি মামলায় মোট ১৩ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।