শিবপুরে সোমবার থেকে বন্ধ হচ্ছে সব বিপনী বিতান

১৭ মে ২০২০, ০৩:৪৬ পিএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪, ১১:১৭ পিএম


শিবপুরে সোমবার থেকে বন্ধ হচ্ছে সব বিপনী বিতান

এস. এম আরিফুল হাসান:
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতেও নরসিংদীর শিবপুর উপজেলা সদরের বিপনী বিতানগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। করোনার কোন প্রভাব যেন নেই ক্রেতা বিক্রেতাদের মধ্যে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব কিছুই মানা হচ্ছে না। স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ বিগত তিনমাস যাবত কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য মাঠে ভূমিকা রেখেছেন। কিন্তু বর্তমানে ঈদের কেনাকাটা করতে যেভাবে মানুষ ঘর থেকে বের হচ্ছে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পেলেও শিবপুরের মানুষের মাঝে এর তেমন কোন প্রভাব পড়েনি।


রবিবার সরজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই ঈদের কেনাকাটা করার জন্য নারী-পুরুষ দলবদ্ধ হয়ে বাজারে আসছেন। নিরাপদ দূরত্ব কিংবা ব্যক্তিগত সুরক্ষা উপকরণ মাস্ক, হ্যান্ডগ্লাভস ছাড়াই দল বেধে এক দোকান থেকে অন্য দোকানে গিয়ে কেনাকাটা করছে লোকজন। অনেকে আবার শিশুদের সঙ্গে নিয়েও কেনাকাটা করছেন। ফলে স্বাস্থ্যবিধি না মানায় ক্রেতা বিক্রেতাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে রবিবার (১৭ মে) এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীদের অনুরোধে সোমবার (১৮ মে) দুপুর পর্যন্ত মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত হয়। অর্থাৎ সোমবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য শিবপুর উপজেলার শপিংমলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।


এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি নরসিংদী টাইমসকে বলেন, আজকে শিবপুরের ব্যবসায়ীদের সাথে আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরা ঈদের জন্য নতুন কাপড় ক্রয় করে ফেলেছেন, ফলে তাদের অনুরোধে আগামীকাল সোমবার (১৮ মে) দুপুর পর্যন্ত কাপড়ের দোকান পাট খোলা থাকবে, এরপর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।



এই বিভাগের আরও