নরসিংদীতে অপহরণের ৯ মাস পর যুবক উদ্ধার

১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:১৫ এএম | আপডেট: ০২ মে ২০২৫, ০২:২০ পিএম


নরসিংদীতে অপহরণের ৯ মাস পর যুবক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে অপহরণের ৯ মাস পর এখলাস মিয়া (৩০) নামে একজনকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজিপুর জেলার টঙ্গি সরকারি কলেজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
 
উদ্ধার এখলাস নরসিংদীর শিবপুর থানার কারারচর গ্রামের নাজির হোসেনের ছেলে।
 
পিবিআই জানায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর সকাল ৮টাঢ বৈবাহিক কলহের জের ধরে কারারচর বাড়ির সংলগ্ন সড়ক থেকে একটি মাইক্রোবাসে করে পরিবান বানু ও তার সঙ্গীয় কয়েকজন এখলাসকে তুলে নিয়ে যায়। এরপর থেকে এখলাসের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় অপহৃতের মা বাদী হয়ে পরিবান বানুসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তভার পেয়ে পিবিআই নরসিংদীর উপ পরিদশর্ক একেএম সামসুল আলম তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন কৌশলে অপহৃত এখলাসকে উদ্ধার করেন। পরে এখলাস আদালতে স্বেচ্ছায় জবানবন্দী প্রদান করে।