তামিম-লিটনের ঝোড়ো ব্যাটিংয়ে ভাঙলো যেসব রেকর্ড
০৭ মার্চ ২০২০, ০৬:০২ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ এএম

স্পোর্টস ডেস্ক:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রানের বন্যা। তামিম ইকবাল ও লিটন কুমার দাসের ঝোড়ো ব্যাটিংয়ে এলোমেলো রেকর্ড বুক। ৩ উইকেট হারিয়ে ৪৩ ওভারে বাংলাদেশ করেছে ৩২২ রান। বৃষ্টি আইনে সমান ওভারে জিম্বাবুয়েকে করতে হবে ৩৪২ রান। তামিম ও লিটনের টর্নোডো ইনিংসে ভেঙেছে একাধিক রেকর্ড। সিংহাসনে এসেছে পরিবর্তন। দুই মারকুটে ব্যাটসম্যানের ঝড়ে যেসব রেকর্ড ভেঙেছে সেগুলো হলো...
(১). জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। শেষ ম্যাচেও ৩২২ রান করেছিল দল। কিন্তু ম্যাচটি হয়েছিল ৫০ ওভারে। বৃষ্টিতে আজ ৭ ওভার খেলা কম হয়েছে। তাতেই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।
(২). ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন লিটন। শেষ ম্যাচে তামিম নিজের ১৫৪ রানের ভেঙে করেছিলেন ১৫৮ রান। দুদিনের বেশি তামিমকে সিংহাসনে থাকতে দেননি লিটন। আজ সিলেটে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে লিটন করেছেন ১৭৬ রান।
(৩). সর্বোচ্চ রানের ইনিংস সাজাতে লিটন হাঁকিয়েছেন ৮টি ছক্কা। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও এটি। এর আগে ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তামিম।
(৪). ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম ও লিটন। লিটন যখন আউট হন তখন বাংলাদেশের রান ২৯২। এর আগে ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ১৭০ রান করেছিলেন।
(৫). শুধু ওপেনিং জুটিতেই নয় যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন তামিম ও লিটন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ও মাহমুদউল্লাহ ২২৪ রানের জুটি গড়েছিলেন।
(৬). ওপেনিং জুটিতে তৃতীয় সর্বোচ্চ রান তুলেছেন তামিম ও লিটন। ২০১৯ সালে ক্যাম্পবেল ও হোপ আয়ারল্যান্ডে বিপক্ষে করেছিলেন ৩৬৫ রান। ২০১৮ সালে ইমাম-উল-হক ও ফখর জামান করেছিলেন ৩০৪ রান।
(৭). জোড়া শতকের চতুর্থ ঘটনা এটি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে জোড়া শতক পেয়েছিলেন তামিম ও মুশফিক। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদউল্লাহ ও সাকিব জোড়া শতক পান। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ইমরুল ও সৌম্য হাঁকান সেঞ্চুরি। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে লিটন ও তামিম পেলেন সেঞ্চুরি।
(৮). তামিম দ্বিতীয়বারের মতো টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি পেলেন। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
(৯). তিন ওয়ানডেতে লিটনের ব্যাট থেকে এসেছে ৩১১ রান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল ৩৪৯ রান করেছিলেন। তামিম ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৩১২ রান। এবার তামিমের রান ৩১০।
(১০). উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন লিটন। মাহেন্দ্র সিং ধোনি ১৮৩ করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। কুইন্টন ডি কক ১৭৮ করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ লিটনের ব্যাট থেকে এল ১৭৬ রান।
(১১). এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও হয়েছে এ ম্যাচে। তামিম, লিটন মিলে ছক্কা মেরেছেন ১৪টি। ২০১৯ সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ছক্কা মেরেছিল ১১টি।
বিভাগ : খেলা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের