আর্জেন্টিনার আসা নিয়ে কোনো আলোচনাই হয়নি

১৮ জানুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৫:০৩ এএম


আর্জেন্টিনার আসা নিয়ে কোনো আলোচনাই হয়নি

নিজস্ব প্রতিবেদক:
প্রীতি ম্যাচ খেলতে জুনে বাংলাদেশে আসতে সম্মত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিন আগেই এমন খবরে হইচই পড়ে গিয়েছিল বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন নিজেই জানিয়েছিলেন এমন খবর। কিন্তু এ নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে দাবি করেছেন খোদ আর্জেন্টিনার এক সাংবাদিক।

 

এক টুইটবার্তায় গাস্তোন এদুল নামে ওই সাংবাদিক লিখেছেন, 'আগামী জুনে খেলা নিয়ে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনির চুক্তি নবায়নসংক্রান্ত বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অন্য কিছু ভাবছে না।'

 

আগের দিনই বলা হয়েছিল, বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে মেসিদের ঢাকা সফর নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ের মাত্র ৩ ঘণ্টা আগে সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে বাফুফে।

দেশের ফুটবলপাড়ায় এমন কথাও শোনা যাচ্ছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় জুম মিটিংয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এজেন্টসহ আর্জেন্টাইন পার্টি! যার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে বাফুফে।তবে এমন গুঞ্জনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর সাংবাদিক গাস্তোন এদুল নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে দাবি করেছেন, মেসি বাহিনীর বাংলাদেশ সফর নিয়ে নাকি এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি।

 


বিভাগ : খেলা


এই বিভাগের আরও