বাফুফে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

১২ আগস্ট ২০২০, ১২:২৯ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১১:৫০ পিএম


বাফুফে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক:

সরকারের সবুজ সংকেত পেলে স্থগিত থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ আগস্ট) বাফুফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়।

এবার করোনা সংকটের মাঝেই নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা বাফুফের। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় গত ৩০ এপ্রিল। ফিফা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রদান করে।

মঙ্গলবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ১৯তম নিয়মিত সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সভা শেষে সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, আমরা ৩ অক্টোবর নির্বাচন করবো। এ বিষয়ে ফিফা ও এএফসিকে জানানো হবে। বাফুফের নির্বাচনী সাধারণ সভা উপলক্ষ্যে ১৩৯ জন ভোটিং ডেলিগেট অনুমোদন দেওয়া হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০১৬ সালে সভাপতি পদে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো দেশের ফুটবলের সভাপতি পদে বসেন কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। গত নির্বাচনের আগেই বলেছিলেন, এটি হতে যাচ্ছে তাঁর জন্য শেষ নির্বাচন। তবে এবারও তিনি নির্বাচন করছেন। ২০০৮ সালের এপ্রিলে প্রথমবার বাফুফে সভাপতি হন কাজী সালাউদ্দিন।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৭ তে রয়েছে বাংলাদেশ। গত বছর মে মাসে ১৯৭ তে নেমে গিয়েছিল লাল-সবুজরা। ১২ বছর আগে সালাউদ্দিন যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ছিল ১৫০-এর নিচে।


বিভাগ : খেলা