শিবপুরে ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত

০১ জানুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৩:১৫ এএম


শিবপুরে ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত

মোমেন খান:

নরসিংদীর শিবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী কাছিটান এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া দক্ষিণ পাড়া যুবসমাজের উদ্যোগে চৌঘরিয়া গ্রামে এই খেলা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া। খেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূইয়া জুয়েল। সভাপতিত্ব করেন চৌঘরিয়া গ্রামের সমাজসেবক লুৎফর কবির ভূইয়া। গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলায় অবিবাহিত দলকে পরাজিত করে বিবাহিত দল বিজয়ী হয়। বিজয়ী দলকে ২০ ইঞ্চি এলইডি টিভি পুরষ্কার তুলে দেন অতিথিরা।


বিভাগ : খেলা