করোনায় বিশ্বে প্রথম প্রেসিডেন্টের মৃত্যু

১৫ জুন ২০২০, ০৪:২৭ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ০২:২২ পিএম


করোনায় বিশ্বে প্রথম প্রেসিডেন্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) কেড়ে নিয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার প্রাণ। এতে এই প্রথম ক্ষমতায় থাকাকালে বিশ্বে প্রথম করোনায় কোন প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

গত ৮ জুন মৃত্যুবরণ করেন তিনি। এরপর ৯ জুন প্রেসিডেন্টের মৃত্যু হৃদরোগে হয়েছে বলে জানায় সরকার। প্রায় এক সপ্তাহ পর চিকিৎসকরা জানিয়েছেন প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে করোনায়। খবর এএফপির।

চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর আগে শ্বাসকষ্টে ভুগেছেন তিনি।

পূর্ব ঘোষিত এক পরিকল্পনা অনুযায়ী, ১৫ বছর দায়িত্ব পালনের পর আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট পিয়েরের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা ছিল।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও