গ্রিসে পুড়ে গেছে ৩০০ বাংলাদেশির আবাসস্থল
২৯ জুন ২০২১, ০৯:২২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিসে ভয়াবহ আগুনে প্রায় ৩০০ প্রবাসী বাংলাদেশি কৃষি কর্মীর ৩৮টি ফারাঙ্গা (অস্থায়ী আবাসস্থল) সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সঙ্গে পুড়ে গেছে তাদের টাকা-পয়সা, পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, পোশাক ও খাদ্য সমগ্রী। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজধানী এথেন্স থেকে ৩০০ কিলোমিটার দূরে পশ্চিম গ্রিসের মানোলাদা এলাকায় কৃষি খামারে গত রোববার এই দুর্ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।
প্রবাসীরা জানান, বিকেল ৪টার দিকে সুনামগঞ্জের শিশু মিয়ার আওতাধীন ফারাংগায় রান্নার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তে ছড়িয়ে পড়ে।
প্রবাসী এক সাংবাদিক জানান, মানোলাদা এলাকাটি কৃষি খামারের জন্য বিখ্যাত। সেখানে প্রায় সাড়ে সাত হাজার প্রবাসী বাংলাদেশি দীর্ঘ দিন ধরে কৃষি কাজে সম্পৃক্ত। অন্য জাতিগোষ্ঠীর সঙ্গে সেখানে তারা স্ট্রবেরি খামারে কাজ করেন।
গতকাল গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নেন। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল এবং বাংলাদেশি কমিউনিটির সংগঠকরা এ সময় তার সঙ্গে ছিলেন।
ক্ষতিগ্রস্ত কৃষি কর্মীরা রাষ্ট্রদূতকে বিনা ফিতে পুনরায় পাসপোর্ট দেওয়াসহ অন্যান্য সহযোগিতা দিতে অনুরোধ জানান। রাষ্ট্রদূত তাদের সমবেদনা জানিয়েছেন এবং পাসপোর্ট পাওয়া, আবাসস্থল, খাবার সরবরাহ এবং আইনগত সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে আসুদ আহমেদ স্থানীয় ভারদা অঞ্চলের মেয়র লেজাস ইয়ানিসের সঙ্গে দুর্ঘটনা ও এর থেকে স্থায়ীভাবে উত্তরণের উপায় নিয়ে বৈঠক করেন। বৈঠকে ক্ষতিগ্রস্ত কর্মীসহ কৃষি খাতে নিয়োজিত কর্মীদের জন্য মানোলাদা ও এর আশে পাশের গ্রামগুলোতে স্থায়ী আবাসস্থল তৈরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
প্রবাসী বাংলাদেশিদের যে কোনো প্রয়োজনে মেয়র আন্তরিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বাংলাদেশিদের জন্য দ্রুততম সময়ে নতুন অস্থায়ী বাসস্থান নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দূতাবাসের আহ্বানে এথেন্সসহ গ্রিসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংগঠকরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান