করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ শনাক্ত, নতুন মৃত্যু ২৩

২৯ মে ২০২০, ০৩:৫৯ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১০:২০ পিএম


করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ শনাক্ত, নতুন মৃত্যু ২৩

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত এক দিনের শনাক্তে এটিই সর্বোচ্চ সংখ্যক।

শুক্রবার (২৯ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, নতুন মৃত্যু ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮২টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১ টি। এর মধ্যে শনাক্ত ২ হাজার ৫২৩ জন। এ নিয়ে মোট শনাক্ত ৪২ হাজার ৮৪৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫৯০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে মোট ৯ হাজার ১৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে জানান তিনি।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও