জনপ্রিয় কণ্ঠশিল্পী অসুস্থ আকবরের আকুতি
২৫ এপ্রিল ২০২০, ০৯:৫২ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৯ পিএম

বিনোদন ডেস্ক:
রিকশা চালক থেকে রাতারাতি শিল্পী বনে যান আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে মাত করেছিলেন অসংখ্য শ্রোতাদের। সেই সময়টা বেশ ভালোই কাটছিল। কিন্তু তার কপালে এ সুখ বেশিদিন টিকেনি। অসুস্থ হয়ে পথে বসেন তিনি। করোনার এই সংকটকালে অভাব অনটনের মধ্য দিয়ে দিন পার করছেন। এমনকি না খেয়েও থাকতে হচ্ছে তাকে।
শনিবার (২৫ এপ্রিল) আকুতি জানিয়ে তার ফেসবুকে আকবর লিখেন, ‘আমি আকবর অজোপাড়া গাঁয় বড় হয়েছি। ছোটবেলা থেকে গান ভালোবাসি। গান ছাড়া আমার জীবনে আর কিছুই ছিল না। হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো জীবনটা বদলে গেল। খুব বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম। তারপর জীবনের গতিও পাল্টে গেল। কিছু মানুষের ভালোবাসায় গানটাই জীবনের একমাত্র সঙ্গী হলো। কোনোভাবে জীবন কেটে যাচ্ছিল। কিন্তু গত বছরের শুরুতে নানা রোগ শরীরে বাসা বাঁধলো। জীবনের গতিও থেমে গেল।’
প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের কথা উল্লেখ করে এ শিল্পী লিখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। যে সঞ্চয়পত্র আমাকে দিয়েছিল সেটা দিয়ে চিকিৎসা হয়ে যায়। আর মাঝে মাঝে প্রোগ্রাম করে সংসারটা অনেক কষ্টে চলে যাচ্ছিল। তারপর এই করোনা নামক মহামারি এসে আমাদের পুরো জীবনটাই এলোমেলো করে দিলো। গত দুই মাস ধরে আমাদের সমস্ত কাজই বন্ধ হয়ে গেছে। ব্যাংক বন্ধ থাকায় সঞ্চয়ের টাকাটাও উঠাতে পারছি না। খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনটা অতিবাহিত করছি। আমার চিকিৎসা পুরো বন্ধ হয়ে গেছে। শরীরটাও আবার খারাপ হয়ে যাচ্ছে। সংসারই চালাতে পারছি না, ওষুধ কিনবো কীভাবে?’
এই দুঃসময়ে কারো সহযোগিতা পাচ্ছেন না আকবর। তা জানিয়ে তিনি লিখেন, ‘খুব কষ্ট লাগে এটা ভেবে যে, আজ এই বিপদের দিনে আমার পাশে কেউ নাই। সবাই স্বার্থপরের মতো আমার কাছ থেকে সরে গেছে। কারণ আজ তাদের জীবনে আমার প্রয়োজন শেষ। আমি অসুস্থ হয়ে গেছি; আমার কাছে আগের মতো টাকাও নাই তাই আমার দরকারও নাই। কেউ আমাকে ফোন দিয়ে খোঁজটা পর্যন্ত নেয় না, আমি কেমন আছি? আজ আমি কতটা মূল্যহীন হয়ে গেছি সবার কাছে। বারে বারে শ্রদ্ধেয় কিশোর কুমারের একটা গানই মনের মাঝে বেজে উঠছ—‘কি আশায় বাঁধি খেলা ঘর’। সৃষ্টিকর্তা তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তুমি ছাড়া আজ আমার কেউ নাই।’
বিভাগ : বিনোদন
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত
- ৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কমবেশি হতে পারে: এড. মোয়াজ্জেম হোসেন হেলাল
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত
- ৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কমবেশি হতে পারে: এড. মোয়াজ্জেম হোসেন হেলাল