বেলাবতে নারায়ণপুর-দুলালকান্দি সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে

২১ ডিসেম্বর ২০২০, ০৪:৫১ পিএম | আপডেট: ০৯ মে ২০২৪, ১২:২৫ এএম


বেলাবতে নারায়ণপুর-দুলালকান্দি সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে নির্মানের পর দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল দশায় পরিণত হয়েছে নারায়ণপুর-বটিবন্দ-দুলালকান্দি আঞ্চলিক সড়ক। খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ব্যাহত হচ্ছে কৃষিপণ্যসহ অনান্য মামলামাল পরিবহন। এতে প্রভাব পড়েছে নারায়ণপুর ও দুলাকান্দি বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতেও। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর।
 
স্থানীয়রা জানান, সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর-বটিবন্দ-দুলালকান্দির এই আঞ্চলিক সড়কটির দুই প্রান্তে দুটি বড় বাজার নারায়ণপুর ও দুলালকান্দি। দুটি বাজারে কৃষিপণ্যসহ অনান্য মামলামাল পরিবহন এবং একমাত্র সড়ক এটি। নারায়ণপুর ইউনিয়নসহ পাশর্^বর্তী সল্লাবাদ ইউনিয়ন ও আশেপাশের এলাকার হাজারো জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ ১২ ফিট এই সড়কটি ২০০০ সালে নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। নির্মাণের কয়েক বছর পর থেকেই খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল দশায় পরিণত হয় সড়কটি। সড়কের বেশিরভাগ অংশের পিচ ওঠে গিয়ে সৃষ্ট বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় সড়কের দুই প্রান্তে অবস্থিত নারায়ণপুর বাজার ও দুলালকান্দি বাজারে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে বেড়েছে ভোগান্তি। দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিনত হলেও তিন বছর আগে সড়কটির এক কিলোমিটার সংস্কার করে সড়ক ও জনপথ বিভাগ। বাকী অংশের সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ফলে বাধ্য হয়ে ১২ কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। দুর্ভোগ লাগবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের।  

সড়কের ইজিবাইক চালক ইব্রাহিম মিয়া বলেন, আমরা গরীব মানুষ ইজিবাইক চালিয়ে রোজগার করে খাই। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে যাত্রী পাওয়া যায়না। পাওয়া গেলেও গাড়ী চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং গাড়ী ভেঙ্গে যাচ্ছে।

সড়কটির পাশের গ্রাম বটিবন্দ গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, সড়কের দুই মাথায় দুটি বড় বাজার নারায়ণপুর ও দুলালকান্দি বাজারে যাতায়াতের একমাত্র সড়ক এটি। সড়কটি নির্মাণের পর থেকে সংস্কার না করায় ব্যস্ততম এই সড়কটি এখন প্রায় পরিত্যক্ত বলা চলে। গুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রুত সংস্কার করার পাশাপাশি প্রশস্থকরণের দাবি জানাচ্ছি।  

নারায়ণপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য ও বিভিন্ন খামারে পালন করা মুরগী বিক্রি করতে হলে এই সড়ক দিয়েই পরিবহন করতে হয়। এছাড়া তিনটি ইউনিয়নের হাজার হাজার লোকজনের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের কোন আগ্রহ দেখছি না।

যোগাযোগ করা হলে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, ২০০০ সালে সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়কটি নির্মাণের পরবর্তীতে ভেঙ্গে পড়ায় এক কিলোমিটার সংস্কার করা হয়েছিল। চলতি অর্থ বছরে সড়কটি সংস্কারের জন্য ৬০ লাখ টাকার দরপত্র আহবান করা হয়েছে।  



এই বিভাগের আরও