করোনাভাইরাস: বেলাবতে ৩১ চিকিৎসকের টেলি মেডিক্যাল টীম ও হেল্পলাইন
১৬ এপ্রিল ২০২০, ০৪:২২ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম

শেখ আব্দুল জলিল:
করোনা প্রতিরোধে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও বেলাব উপজেলার বাসিন্দা সোহরাব হোসেন তমাল নরসিংদীর বেলাবতে গঠন করেছেন একটি টেলি মেডিক্যাল টীম ও হেল্প লাইন। ৩১ জন চিকিৎসক নিয়ে গঠন করা হয়েছে ওই টেলি মেডিক্যাল টীম ও হেল্প লাইন। এই মেডিক্যাল টিম করোনার ঝুঁকি এড়াতে ও রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বেলাব উপজেলার সাধারণ মানুষদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া শুরু করেছেন।
বেলাব সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়ার ছেলে ও বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সোহরাব হোসেন তমালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
মেডিক্যাল টীমের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক চিকিৎসক সোহরাব হোসেন তমাল জানান, দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে মেডিক্যাল টীম ও হেল্প লাইনটি গঠন করা হয়েছে। উক্ত টীম ও হেল্প লাইনের সদস্যদের মধ্যে ১২ জন বিশেষজ্ঞ ছাড়া বাকী সবাই বেলাব উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বেলাব উপজেলায় করোনা সংক্রমণ এড়াতে ও প্রাথমিক সেবা নিশ্চিত করতে ৩১ জনের মেডিক্যাল টীমকে তিনভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বিশেষজ্ঞ প্যানেল, ৯ জন এমবিবিএস চিকিৎসক নিয়ে চিকিৎসক প্যানেল ও ১০ জন মেডিক্যাল শিক্ষার্থী নিয়ে ভলান্টিয়ার মেডিক্যাল স্টুডেন্ট প্যানেল।
বিশেষজ্ঞ ডাক্তার প্যানেলে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এর মধ্যে রয়েছেন, ডা. মোঃ নুরুজ্জামান (গ্যাস্ট্রো লিভার), ডা. ইমরান সরকার সহকারী অধ্যাপক (নিউরো মেডিসিন), ডা. আসাদুজ্জামান (মেডিসিন), ডা. আবু কাউসার সুমন (কার্ডিওলজি), ডা.পলাশ মোল্লা (ডায়াবেটিকস ও হরমোন), ডা. একরামুল হক শামীম (শিশুরোগ), ডা. জহির ইমরান (চর্ম ও যৌন), ডা. ফজলে রাব্বি (সার্জারী), ডা. সুখরঞ্জন (আইসিইউ কনসালটেন্ট). ডা. রিপন ঘোষ (অর্থো সার্জারী), ডা.আমিনুল ইসলাম (চক্ষ)ু, ডা. অসীম সাহা (গাইনী), ডা. রাবেয়া মাহমুদ (গাইনী)।
চিকিৎসক প্যানেলে আছেন ৯ জন এমবিবিএস। এরমধ্যে ডা. মোঃ সোহরাব হোসেন তমাল, ডা. জহিরুল হক. ডা. মওদুদ আহমেদ, ডা.জাহিদ, ডা.শিপলু, ডা. আসিফ, ডা. রবিন, ডা. নাহিদ, ডা. নাজমুল হোসেন।
ভলান্টিয়ার মেডিক্যাল স্টুডেন্ট টীমে রয়েছেন, ১০ জন মেডিক্যালের শিক্ষার্থী এর মধ্যে তাহসীন সজীব, আরিফ, শরীফুল ইসলাম, হামিদুল সিয়াম, মিতু, তাজকির জামান, আসমাউল হুসনা, পলাশ, ফারুক, সাইফুল।
মেডিক্যাল টীমটির উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক ড. সোহরাব হোসেন তমাল বলেন, আমি বেলাব উপজেলার সন্তান। বর্তমান করোনা সংকট পরিস্থিতিতে মানুষকে চিকিৎসা সেবা, পরামর্শ ও সচেতনতা তৈরী করার ইচ্ছা থেকেই মেডিক্যাল টীম ও হেল্প লাইন গঠন করেছি। আমরা বেলাব উপজেলার পাশাপাশি নরসিংদী জেলার প্রতিটি উপজেলার জন্যও একইভাবে টীম গঠন করে সেবা দিয়ে যাচ্ছি।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, মেডিক্যাল টীমটির ব্যাপারে আমি আসলে অবগত নই। তবে ড. সোহরাব হোসেন তমালের নেতৃত্বে যদি এই টীমের মাধ্যমে করোনা সম্পর্কীয় ও সাধারণ চিকিৎসা সেবা জনগণকে প্রদান করা হয় তাহলে এটা হবে খুবই ভাল উদ্যোগ।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন বলেন, উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। মরণব্যাধী করোনার ব্যাপারে এই মেডিক্যাল টীমটি জনস্বার্থে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। এতে জনগণের মনোবল বাড়ার পাশাপাশি তারা উপকৃত হবে আমি বিশ্বাস করি।
বিভাগ : নরসিংদীর খবর
- অমৃত সাগরের পর এবার জি আই স্বীকৃতি পেল নরসিংদীর বিখ্যাত লটকন
- শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল গ্রেপ্তার
- নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ কর্মসূচি শুরু
- নরসিংদীতে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটাপড়ে গৃহবধূ নিহত
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- অমৃত সাগরের পর এবার জি আই স্বীকৃতি পেল নরসিংদীর বিখ্যাত লটকন
- শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল গ্রেপ্তার
- নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ কর্মসূচি শুরু
- নরসিংদীতে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটাপড়ে গৃহবধূ নিহত
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা