বেলাবতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০৫ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:১১ এএম


বেলাবতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী নারীর প্রতি অব্যাহত সহিংসতা, নারী হত্যা, ধর্ষণ বন্ধ করো এই আহ্বান জানিয়ে নরসিংদীর বেলাবতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলাব উপজেলার বারৈচা বাজার এলাকায় সংগঠনের  কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মহিলা পরিষদ নেতৃবৃন্দসহ অন্যান্য নারীরা অংশগ্রহণ করেন।  

এসময় সাভারের নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ও সিলেট এমসি কলেজ চত্বরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবী জানান নারী নেতৃবৃন্দ।  



এই বিভাগের আরও